উত্তরা ও কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা, ৩ ডিসেম্বর: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরা ও কারওয়ান বাজারে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং কারওয়ান বাজারে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উত্তরায় অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় ১৫০টি অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফার্মগেট হতে বিজ্ঞান কলেজ হয়ে তেজগাঁও – পান্থপথ লিংক রোড সড়কের ও ফুটপাতসহ কারওয়ান বাজারের বিভিন্ন গলি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসময় ২৭০টির বেশি ভাসমান, অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে। মুরগী পট্টির ফুটপাত অবৈধ দখলমুক্ত করে তা দোকানের মালিকদের মাধ্যমে পরিষ্কার করানো হয়। এছাড়া দোকানের বাইরের ফুটপাত অবৈধ দখলের কারণে এক ফল দোকান মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email