সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্মাণে বাড়ির মালিকদের উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণ কর্মশালাঃ গাজীপুর সিটি কর্পোরেশন
নিউজ ডেস্কঃ
গাজীপুর সিটি কর্পোরেশন (GCC) এর বর্জ্য জল ব্যবস্থাপনা ব্যবস্থার সমন্বিত উন্নয়ন এর লক্ষ্যে ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ (2030 WRG) বাংলাদেশ ওয়াটার মাল্টি-স্টেকহোল্ডার পার্টনারশিপ (MSP) এর বৃহত্তর ঢাকা ওয়াটারশেড রিস্টোরেশন (GDWR) ওয়ার্ক-স্ট্রীমের নির্দেশনায় কাজ শুরু করে। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় “আচরন পরিবর্তনকরণ বার্তা” এর নকশা প্রণয়ণ ও বাস্তবায়নে 2030 WRG এর সাথে SNV Netherlands Development Organization, Bangladesh, সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
এরই ধারবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ গাজীপুর চিকেন চিলি রেসটুরেন্ট এ সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্মাণে বাড়ির মালিকদের উদ্বুদ্ধকরণে “বাড়ি পরিদর্শন বিষয়ে ভলান্টিয়ার প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাসান আহমেদ ভূঁইয়া, এডভোকেট আয়েশা, মোঃ মুজিবুর রহমান, হামিদা বেগম, নুরুন্নাহার, গাজীপুর সিটি কর্পোরেশন এর শহর পরিকল্পনাবিদ, পরিকল্পনাবিদ সুমনা শারমিন, SNV Netherlands Development Organization, Bangladesh কনসাল্ট্যান্ট মোঃ আশরাফুল ইসলাম, উপদেষ্টা আরিফুল ইসলাম আরিফ, নগর সমন্বয়ক রুহুল ইসলাম সহ পরামর্শক প্রতিষ্ঠান জিও প্ল্যানিং ফর এডভান্স ডেভেলপমেন্ট এর সদস্যবৃন্দ।