বনশ্রী মেরাদিয়া কাঁচা বাজার উচ্ছেদ

নগর দর্পন ডেস্ক / ১৫ জুলাই ২০২০

রাজধানীর বনশ্রী সংলগ্ন ঐতিহ্যবাহী মেরাদিয়া কাঁচা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উচ্ছেদ পরিচালনাকালে ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। বুধবার ডিএসসিসি’র আওতাধীন এলাকা মেরাদিয়া হাটে অবৈধভাবে দখলে থাকা সম্পত্তি পুনরুদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

মেরাদিয়া হাটে একটি স্থায়ী বাজার ছিল এবং তিনশ বছরের পুরোনো একটি সাপ্তাহিক হাট এখন চালু আছে। মেরাদিয়া হাটের শুরুটা কবে থেকে সে তথ্য নিশ্চিত ভাবে না বলতে পারলেও হাটের বিক্রেতা আবুল হোসেন বলেন এই মেরাদিয়া হাটের বয়স ৩শ বছরের কম হবে না। একসময় এইখানে একটা বিশাল বট গাছ ছিল। সেই গাছের জায়গাটা আশে পাশের জায়গা থেকে খানিকটা উচুঁ ছিল। সেই গাছের মধ্যে জ্বীন, পরী, ভুতের বসবাস ছিল বলে বাপ দাদাদের মুখে শুনে আসছিলাম। কিন্তু সেই গাছটি বনশ্রী আবাসিক এলাকা বানানোর সময় হাউজিং কোম্পানি জমি কিনে গাছটি কেটে ফেলেছে। সেই গাছেরে আশে পাশে মাটি উচুঁ থাকায় সেখানেই হাট বসতো। চারদিকে পানি আর মাঝখানে হাট বসতো। তখন ক্রেতারাও নৌকায় করে এসে বাজার/হাট করে বাড়ি ফিরতো। আবাসিক এলাকা হওয়ার পর এখানে স্থানীয় অধিবাসীদের চাহিদার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই খাস জমিতে একটি বাজার তৈরি হয়েছিল। এই বাজারে দৈনন্দিন কাঁচাবাজার থেকে শুরু করে মাছ, মাংস ইত্যাদি পাওয়া যেত।
মেরাদিয়া বাজার
ছবিঃ উচ্ছেদের পূর্বে বাজার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব সুয়ে মেন জো বলেন, ডিএসসিসির নিজস্ব জায়গায় অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। মেয়রের নির্দেশে সংস্থাটির সম্পত্তি বিভাগ তাদের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, আজকের অভিযানে প্রায় ১ একর ১৪ শতক জায়গা আমরা দখলমুক্ত করার পর, তারকাঁটা দিয়ে ঘিরে নিজস্ব সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। পুনরায় যেন কেউ দখল করার চেষ্টা করতে না পারে সে কারণে নিয়মিত মনিটরিং করা হবে। সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন এই ১ একর ১৪ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। এ জায়গা পুনরুদ্ধারেই অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেই সঙ্গে তারকাঁটা ঘিরে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে।

এলাকাবাসীর দীর্ঘ দিনের একটি দাবি ছিল বনশ্রী এলাকায় একটি পার্ক অথবা খেলার মাঠ। উচ্ছেদকালীন সময়ে উপস্থিত বনশ্রী এলাকায় বসবাসকারী নগর পরিকল্পনাবিদ রাকিবুল ইসলাম বলেন, যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, সেজন্য মেয়র মহোদয় অনুমতি দিলে এখানে ছোট একটি পার্ক অথবা বাচ্চাদের খেলার মাঠ করতে পারেন, তাহলে এলাকাবাসী উপকৃত হবে।

উচ্ছেদ অভিযানে ডিএসসিসি’র সম্পত্তি বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email