জাতীয় শোক দিবস উপলক্ষে আরইউজে আয়োজিত আলোচনা সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

নগর দর্পণ ডেস্ক, ১৬ আগষ্ট ২০২১

গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন ও দোয়ায় অংশগ্রহণ করেন।

আরইউজে সভাপতি রফিকুল ইসলাম শোক দিবসের সভায় সভাপতিত্ব করেন। আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় শোক সভায় বক্তব্য দেন- আরইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, আকবারুল হাসান মিল্লাত, আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আনু মোস্তফা, আরইউজের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, জ্যেষ্ঠ আলোকচিত্রী আজাহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, সালাহউদ্দিন, সাংবাদিক জিয়াউল গণি সেলিম ও কবি শামীম হোসেনসহ আরইউজের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুস সবুর।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email