দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে আরবান কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
বিগত ২৫-২৯ এপ্রিল ২০২২ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং এশিয়ান ডিজেস্টার প্রিপিয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) এর দক্ষ প্রশিক্ষক কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষ করে ভূমিকম্প দুর্যোগে মাঠ পর্যায়ের জ্ঞান ও দক্ষতা প্রদান, ধ্বসে পড়া কাঠামো হতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপণ এবং প্রাথমিক চিকিৎসা সহ নানাবিধ দুর্যোগ মোকাবেলায় নগর কমিউনিটি পর্যায়ে ভলান্টিয়ার প্রশিক্ষণ কোর্সেও আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্স রাঙ্গামাটি জেলার অধীনস্থ রাঙ্গামাটি সদর ও কাপ্তাই এবং বান্দরবান জেলার অধীনস্থ রোয়াংছড়ি ও আলীকদম এর চারটি (০৪) অত্যান্ত ঝুঁকি পুর্ণ এবং দূরবর্তী ফায়ার স্টেশনে পরিচালিত হয়।
তিন (০৩) দিনের প্রশিক্ষণ কোর্সে ৪টি ব্যাচে ১৬০ জন আরবান কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। এরমধ্যে শতকরা ৭২ ভাগ পুরুষ (১১২ জন) এবং শতকরা ২৮ ভাগ মহিলা (৪৫জন) সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
এই প্রশিক্ষণ কোর্সের প্রধান উদ্দেশ্য ছিলো (এডিপিসি সহায়তায় এইএসএইড এর অর্থায়নে) প্রশিক্ষণ এবং জরুরী সরঞ্জাম এর মাধ্যমে আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের সক্ষমতা গড়ে তোলা। ফলশ্রুতিতে যেকোন জরুরি প্রয়োজনে এই প্রশিক্ষিত দল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিভেন্স এর সহায়ক হিসেবে কাজ করে যেতে পারবে। একই সাথে এই প্রশিক্ষণ কোর্সে হ্যান্ড অন সেশন হিসেবে তাত্বিক এবং ব্যহারিক অনুশীলনও পরিচালানা করা হয়েছিলো।
প্রশিক্ষণের আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আহসান উল্লাহ আমাদের নগর দর্পণ প্রতিনিধে জানান, নগরায়নের সাথে সমান তালে বৃদ্দি পাচ্ছে নগরের সমস্যা ও বিভিন্ন দুর্যোঁগ ঝুঁকি। নগরের ঝুঁকিগুলোর মধ্যে সবথেকে ভয়াবহ ভূমিকম্প ঝুঁকি। বাংলাদেশ ভূমিকম্প দুর্যোগের ঝুকিঁ কমানোর জন্য সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অনেক বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠানও কাজ করছে। এর মধ্যে এশিয়ান ডিজেস্টার প্রিপিয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) বাংলাদেশে ভূমিকম্প নিয়ে কাজ করছে ২০০৮ সাল থেকে। এডিপিসি ভূমিকম্প ঝুঁকি নিয়ে গবেষণা করার পাশাপাশি নগরবাসীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরী সরাঞ্জাম প্রদানের পশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করে আসছে।