আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২’র সকল ভাষা শহীদদের প্রতি বিআইপি’র শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা পেশার পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সদস্য ও কার্যনির্বাহী পরিষদ সদস্যগণ জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিআইপি’র সম্মানীত সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মু: মোসলেহ উদ্দীন হাসান এবং বোর্ড সদস্য পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম। এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে বিআইপি’র সম্মানিত সদস্যগণ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকল পরিকল্পনাবিদগণ মায়ের মুখের ভাষার জন্য আত্নত্যাগকারী সকল শহীদদের আত্মার শান্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email