রাজউকের ভ্রাম্যমান আদালতঃ ০৬ টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ অপসারণ

নগর দর্পণ ডেস্কঃ

রাজউকের অনুমোদিত নকশা মোতাবেক ভবন নির্মাণ না করায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত ০৬ টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ অপসারণ করেছে।

রাজউকের অঞ্চল-৬ এর আওতাধীন নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে ২৪ নভেম্বর ২০১৯ উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে রাজউকের ভ্রাম্যমান আদালত নির্মাণাধীন ভবনগুলোর অনুমোদিত নকশা বহির্ভূত নির্মিত বারান্দা, ভয়েড দখল করে নির্মিত ছাদ, নিচ তলায় নির্মিত সাব ষ্টেশন রুম অপসারণ করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

অঞ্চল-৬ এর সহকারী অথরাইজড অফিসার মাসুক আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, মোঃ আব্দুর রহিম, মোঃ মিজানুর রহমান, জয়নাল আবেদিন পিন্টু, ইমারত পরিদর্শক নির্মল মালো, শিপু মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email