চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
নগর দর্পণ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্সিকী উপলক্ষে গত ১৫ আগষ্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মেহেদীবাগ জামে মসজিদে খতমে কুরআন, মিলাদ মাহফিলের দোয়ায় শরীক হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি , চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ , সচিব , প্রধান প্রকৌশলী ও চউক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীরহ বাঙালী জাতিকে বীরের জাতিতে পরিণত করে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে এদেশ থেকে বিতাড়িত করে। স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে নানা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের ১৮ জন্য সদস্যকে নির্মমভাবে হত্যা করে ইতিহাসের কালো অধ্যায় রচনা করে।বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনীরা এদেশকে একটি পাকিস্তান নির্ভর বাংলাদেশ বানাতে চেয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগনকে আবার বঙ্গবন্ধুর আদর্শের দেশ উপহার দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সচিব আনোয়ার পাশা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চউক বোড সদস্য কে বি এম শাহজাহান, তত্ববাধায়ক প্রকৌশলী এম এন হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মন্জুর হাসান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম, এলিভেটেট এক্সপ্রেস ওয়ের পিডি মাহফুজুর রহমান, পিডি রাজীব দাশ, অথরাইজড অফিসার-১ মোঃ ইলিয়াস ও সিকিউরিটি অফিসার নাছির আহাম্মদ খাঁন ও চউক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।