পরিবেশবান্ধব নগর উন্নয়নে গুরুত্বারোপ, জলবায়ু সহনশীলতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে দেশব্যাপী পরিবেশবান্ধব নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে ২৪ নভেম্বর, রবিবার, আরবান ডেমোনস্ট্রেটর্স (ইউডি) আয়োজিত পিয়ার লার্নিং সেশনে বক্তারা এ আহ্বান জানান।

নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির সহায়তায় আয়োজিত এই সেশনে কেশবপুর ও রাউজানের পাইলট প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। নোংরা ও পরিত্যক্ত স্থান পুনরুদ্ধার, পানির আধার বৃদ্ধি এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা ভাগ করা হয়। আগামী তিন বছরে এ প্রকল্প আরও ৮-১০টি পৌরসভায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা ১০০টি পৌরসভাকে উপকৃত করবে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স সেশনের উদ্বোধন করে বলেন, “বাংলাদেশের সব শহরে জলবায়ু সহনশীলতা উন্নয়নে প্রাকৃতিক সমাধান প্রয়োজন। নেদারল্যান্ডস এই প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডেল্টা প্ল্যান ২১০০-এর আলোকে নগর উন্নয়নে ইউডি’র কার্যক্রমকে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email