নাগেশ্বরী পৌরসভায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা, নাগরিক দুর্ভোগ চরমে

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা উন্নয়ন কার্যক্রমের অভাবে নাগরিক দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত উত্তর ধরলার একমাত্র পৌরসভাটি ৪২ বর্গ কিলোমিটার এলাকা এবং ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। তবে বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে পৌর এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি।

পৌরসভার অধিকাংশ সড়কের অবস্থা চলাচলের অযোগ্য। ৪ নং ওয়ার্ডের বাজার রোড থেকে ডি এম একাডেমি যাওয়ার সংযোগ সড়ক সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। একই ওয়ার্ডের গোলাবাড়ি রোড, কামারপাড়া, এবং কলেজ পাড়ার রাস্তারও বেহাল দশা।

৫ নং ওয়ার্ডে হাসপাতাল থেকে শিশু বিতান এবং উপজেলা চত্বর থেকে নাগেশ্বরী সরকারি কলেজ যাওয়ার রাস্তা খানাখন্দে ভরা। বর্ষাকালে এসব সড়ক জলাবদ্ধ হয়ে শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে ফেলে।

পৌর এলাকায় অপরিকল্পিত ও সংকীর্ণ ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণ। ড্রেনগুলোর ভঙ্গুর অবস্থার ফলে মশার প্রজনন বাড়ছে, যা বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। ৫ কোটি টাকার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প চার বছর ধরে স্থবির। প্রতিটি ওয়ার্ডে পাইপ স্থাপন করা হলেও প্রকল্পটি অজানা কারণে সম্পন্ন হয়নি।

বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক উদ্যোগ না থাকায় পৌর এলাকার রাস্তাঘাট ও জনবহুল স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষ নাগরিক সেবার বিষয়ে উদাসীন। বাজেট বরাদ্দ সঠিকভাবে ব্যবহার না হওয়ায় উন্নয়ন কার্যক্রম অগ্রসর হচ্ছে না।

পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়তে সুধীজনের পরামর্শ:

1. সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার।

2. বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প দ্রুত সম্পন্ন।

3. বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রবর্তন।

4. জনগণের চাহিদা অনুযায়ী কার্যকর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

 

নাগেশ্বরী পৌরসভার উন্নয়ন সময়ের দাবি। পৌর কর্তৃপক্ষের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ ছাড়া নাগরিক দুর্ভোগ দূর করা সম্ভব নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email