ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্তদের জন্য ফ্ল্যাট বরাদ্দ লটারি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজের ফ্ল্যাট বরাদ্দের লটারির প্রথম ধাপ ২৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। লটারির এ আয়োজন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোঃ ফাহিমুল ইসলাম।
পুনর্বাসন ভিলেজে দুই ক্যাটাগরির—১০৯০ বর্গফুট এবং ১২৯৪ বর্গফুট—ফ্ল্যাটের জন্য ১২টি ভবনে মোট ১,৩৪৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও, প্রকল্প এলাকায় মসজিদ, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, কমিউনিটি মার্কেট এবং খেলার মাঠের মতো সুবিধাসমূহ নিশ্চিত করা হয়েছে।
প্রথম ধাপে ব্লক-বি এর রূপসা ভবনের ১০৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪ জন আবেদনকারীর মাঝে লটারি অনুষ্ঠিত হয়। এই লটারি তিনটি স্তরে—গুচ্ছ, ফ্লোর এবং ফ্ল্যাট—পর্যায়ক্রমে সম্পন্ন হয়, যা শতভাগ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে আবেদনকারীদের তাদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় ধাপের লটারি আগামী ২৬ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এতে ব্লক-এ এর গড়াই এবং ইছামতি ভবনের ১২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১৯৮ জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই লটারিতে প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগকে প্রশংসিত হিসেবে দেখা হচ্ছে।