বিইউবিটি’র আন্তর্জাতিক সম্মেলনে খুবির তিন শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ উপস্থাপন
মোঃ মহিবুল হাসান মুনশাদ, খুলনা বিশ্ববিদ্যালয়
গত ৫-৭ আগস্ট ২০২১ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেমপোরারি টেকনোলজিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
এই সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের তিনজন শিক্ষার্থী মারিয়া সুলতানা, রাইয়ান ও তানভীর শেহজাদ “Analyzing the transformation experiences of a city in the presence of urban growth & shrinkage factors : a case study of khulna, Bangladesh” শীর্ষক একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন গত ৫ আগস্ট দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে ২০টি দেশের দুই শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন। সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সমস্যার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাধানের ওপর আলোকপাত করা হয়েছে।
দেশ ও বিদেশের স্বনামধন্য বিজ্ঞানী, গবেষক, শিল্প-পেশাদার ও শিক্ষাবিদগণ সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সি.এস.ই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইন্ডাস্ট্রি ৪.০ অ্যাপলিকেশন্স, বিজনেস ইনফরমেটিকস, রোবোটিকস ও সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব বৈজ্ঞানিক অর্জন ও টেকসই শিল্প উন্নয়নের তাৎপর্য উপস্থাপন করেন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
গবেষণা প্রবন্ধের লেখক ও খুবি শিক্ষার্থী মারিয়া সুলতানা বলেন, খুলনা শহর নিয়ে বিভিন্ন সময়ে কাজ করে থাকি। আমাদের সর্বশেষ গবেষণা থেকে আমরা এই প্রবন্ধটি তৈরি করেছিল। সম্মেলনে প্রবন্ধটি জমা দেয়ার পর কর্তৃপক্ষ আমাদের গবেষণাটি নির্বাচিত করে এবং আমরা উপস্থাপনা করি। এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। এবং সেই সাথে আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। বিভিন্ন দেশের গবেষকদের মাঝে আমরা আমাদের প্রবন্ধটি উপস্থাপন করতে পেরে আনন্দিত। আমরা আশা করি, স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা আরও মৌকিল গবেষণা প্রবন্ধ লেখার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।