পরিকল্পনা সপ্তাহ ২০২৪ উদযাপন
নিজস্ঢাব প্রতিনিধিঃ
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (ইউআরপি) এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট (ইউএসএবি)-এর আয়োজনে ২৩ থেকে ২৫ নভেম্বর বুয়েট ক্যাম্পাসে পরিকল্পনা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। “ন্যায়সঙ্গত শহরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পরবর্তী যুগে পরিকল্পনার ন্যায়বিচার ও সমতার গুরুত্ব তুলে ধরা হয়।
উদ্বোধনী দিনে (২৩ নভেম্বর) ইউআরপি বিভাগের প্রধান এবং ইউএসএবি সভাপতি অধ্যাপক ড. আসিফ-উজ-জামান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিন দিনব্যাপী এই আয়োজনে ফটোগ্রাফি, কুইজ, খেলা এবং শিক্ষকদের জন্য বিশেষ গেমসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৫ নভেম্বর বুয়েটের কাউন্সিল ভবনে পরিকল্পনা সপ্তাহের প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ইউআরপি বিভাগের দ্বিতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং স্নাতক পাস করা শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। গবেষণার বিষয়বস্তু ছিল যথাক্রমে “ভাওয়াল জাতীয় উদ্যানের ভূমি ব্যবহার পরিবর্তনের কারণ অনুসন্ধান”, “ডিজিটাল প্রযুক্তির প্রভাব: ঢাকার নগর দরিদ্র সম্প্রদায়ের জীবনযাত্রার বিভিন্ন দিকের ওপর একটি গবেষণা” এবং “ঢাকার পরিবহন খাতে ন্যায্যতা বিশ্লেষণ: এমআরটি লাইন-৬ ও স্থানীয় বাস ব্যবস্থার ওপর একটি গবেষণা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শিক্ষার্থীদের উপস্থাপনার পর অধ্যাপক ড. মো. মুসলেহ উদ্দিন হাসানের সঞ্চালনায় একটি প্রাণবন্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে রাজউকের চেয়ারম্যান, ডিটিসিএ-র নির্বাহী পরিচালক, ডিএমটিসিএল-এর এমডি, ইউডিডি-র পরিচালক, এবং বিআইপি-র প্রেসিডেন্টসহ আরও অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান। একই অনুষ্ঠানে “নগর পুরাণ” শীর্ষক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
পরিকল্পনা সপ্তাহ ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আফসানা হক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আসিফ-উজ-জামান খান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
আয়োজনে সমাপনীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী উৎসব শেষ হয়। এতে ইউআরপি শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, নাটক, আবৃত্তি এবং কনসার্ট ছিল অন্যতম আকর্ষণ।