বিআইপির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪: প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
ঢাকা, ৩০ নভেম্বর ২০২৪ (শনিবার): বিআইপির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিআইপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিআইপির সম্মানিত সদস্য ও বিভিন্ন পর্যায়ের পরিকল্পনা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোকচিত্র প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, স্নাতক ও স্নাতকোত্তর থিসিস প্রতিযোগিতা, ডকুমেন্টারি এবং উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা। পাশাপাশি, স্থানিক পরিকল্পনা কাঠামোর উপর আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা এবং সংসদীয় বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয় একই দিন সকাল ১০টায়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রতিযোগিতায় বিজয়ী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। চুয়েটের শিক্ষার্থী কৌশিক কাব্য সেরা বিতার্কিত নির্বাচিত হন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ শাহরিয়ার আমিন ও ড. মো. শফিক-উর রহমান, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম এবং উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ড. আকতার মাহমুদসহ বিআইপির অন্যান্য বোর্ড সদস্যরা।
বক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং নগর পরিকল্পনায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।