ড. মুহাম্মদ রাশিদুল হাসান চুয়েটের , নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান নিযুক্ত
নুছরাত জাহান, নিজস্ব প্রতিবেদক
গত ১৮ আগস্ট, ২০২১ ইং তারিখে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীন, নগর ও অঞ্চল পরিকল্পনা (Department of Urban and Regional Planning) বিভাগে সদ্য যোগদানকৃত বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ রাশিদুল হাসান (উদয়) কে বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সময় বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিয়াজ আক্তার মল্লিককে ফুল দিয়ে বিদায় জানানো হয় এবং তার প্রতি বিভাগের সকল শিক্ষক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. মুহাম্মদ রাশিদুল হাসান (উদয়) খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ১০ম ব্যাচের গ্রাজুয়েট ছিলেন। তিনি ২০০৪ সনে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) হতে বি. ইউ. আর. পি ডিগ্রী এবং ২০০৫ সনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে এম. ইউ. আর. পি ডিগ্রী অর্জন করেন। ২০২০ সনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
তিনি কর্মজীবন শুরু করেন ২০০৬ সনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে। উক্ত বছরেরই নভেম্বর মাসে তিনি শহর পরিকল্পনাবিদ হিসেবে ভৈরব পৌরসভায় যোগদান করেন। পরবর্তীকালে ২০১০ সনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ চালু হলে তিনি উক্ত বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। । তার এবং তার সহকর্মীদের ঐকান্তিক চেষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ সল্পতম সময়ে সুপরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করেছে।
উল্লেখ্য তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স (বি. আই. পি) এর ১২তম কার্যনির্বাহী পরিষদের বোর্ড মেম্বার (প্রফেশনাল অ্যাফেয়ার্স) ছিলেন। তিনি বিআইপি লোকাল চ্যাপ্টার চট্টগ্রাম এর ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোঃ রাশিদুল হাসান আমাদের প্রতিবেদককে বলেন, আমার, আমার পিতার স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকতা করবো। চুয়েট আমার শিক্ষকতার সুযোগ দিয়েছে, এখন দিয়েছে বিভাগীয় প্রধান এর দায়িত্বভার। কৃতজ্ঞতা জানাই বর্তমান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল আলম স্যার এর নিকট। এ গুরুভার আমার উপর প্রদান করার জন্য। ধন্যবাদ জানাই সম্মানিত ডিন ড.মোঃ মইনুল ইসলাম স্যার, সদ্যবিদায়ী বিভাগীয় প্রধান মোঃ রিয়াজ আক্তার মল্লিক স্যার এবং প্রাক্তন বিভাগীয় প্রধান সুলতান মোহাম্মদ ফারুক ও আসিফুল হক স্যারদের। তাদের সকলের কাছ থেকে যে শিক্ষা ও ভালোবাসা, স্নেহ পেয়েছি তা আগামী দিনে বিভাগ পরিচালনা করতে আমাকে সহযোগিতা করবে। ধন্যবাদ সকল সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ও বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের প্রতি। আশা করি সকলের সহযোগীতায় এ বিভাগ কে এগিয়ে নিয়ে যেতে পারব কাঙ্খিত উচ্চতায়।