বি আই পি খুলনা চ্যাপ্টার ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খুলনা, ২৫ নভেম্বর ২০২৪: খুলনার স্বনামধন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি আই পি) খুলনা চ্যাপ্টারের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বি আই পি খুলনা চ্যাপ্টারের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন চ্যাপ্টার চেয়ারম্যান পরিকল্পনাবিদ আবির উল জব্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ও ড. মোহাম্মদ আলী, এবং বি আই পি খুলনা চ্যাপ্টারের বোর্ড মেম্বার (মেম্বারশিপ অ্যাফেয়ার্স) তন্ময় অধিকারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সমঝোতা স্মারকের ফলে বি আই পি খুলনা চ্যাপ্টারের সদস্যরা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ল্যাব পরীক্ষা, মেডিসিন এবং হাসপাতালের বিল চার্জে বিশেষ কর্পোরেট সুবিধা পাবেন।
উল্লেখ্য, বি আই পি খুলনা চ্যাপ্টার ইতিপূর্বে খুলনার তিনটি হাসপাতাল (মাই মেডিকেল ল্যাব, ডক্টরস পয়েন্ট এবং গাজী মেডিকেল) এবং চারটি হোটেল ও রেস্তোরাঁ (দেশি কিচেন, হোটেল পুষ্পবিলাস, হোটেল ক্যাসল সালাম এবং হোটেল সিটি ইন)-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
নগর পরিকল্পনাবিদদের কল্যাণে বিভিন্ন সেবা চালু করতে, বি আই পি খুলনা চ্যাপ্টার আরও ডায়াগনস্টিক সেন্টার, হোটেল, রেস্তোরাঁ এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।