বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচল শিগগিরই শুরু
ঢাকা, ২৭ নভেম্বর:
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শিগগিরই শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার সকালে রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরাসরি জাহাজ চলাচল চালু হলে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে। মালদ্বীপ বাংলাদেশ থেকে টেক্সটাইল, ফলমূল, শাকসবজি এবং পাটজাত পণ্য আমদানি করতে পারে।
মালদ্বীপের হাইকমিশনার জানান, সরাসরি জাহাজ চলাচল শুরু করতে উভয় দেশের ব্যবসায়ী মহল ইতিবাচক। এটি শুধু পণ্য পরিবহনই নয়, যাত্রী পরিবহন এবং পর্যটন উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রুজ সার্ভিস চালুর মাধ্যমে দুই দেশের পর্যটন খাত আরও বিকশিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নৌপরিবহন উপদেষ্টা মালদ্বীপের ক্যাডেটদের বাংলাদেশের মেরিন একাডেমিতে প্রশিক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশ দক্ষ। এ বিষয়ে মালদ্বীপের হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়ের উপর জোর দেন।
বৈঠকে ২০২৫ সালের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) নির্বাচনে সি-ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার বিষয়েও আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা নির্বাচনে মালদ্বীপের সমর্থন কামনা করেন।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক