ভূমি ব্যবহার পরিকল্পনায় বদলে যাবে সুনামগঞ্জ পৌরসভার জীবনমান

আবু সাঈদ, সুনামগঞ্জ থেকে

দুর্যোগ যেমন ভুমিকম্প, বন্যা, খরা ইত্যাদি হয়ে থাকে। এসব বন্ধ করা সম্ভব না হলেও একটি উপযুক্ত ভুমি ব্যাবহার পরিকল্পনার মাধ্যমে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়াও একটি ভুমি ব্যাবহার পরিকল্পনা প্রনয়ন ও এর বাস্তবায়নের মাধ্যমে একটি পৌরসভাকে অতি কম সময়ে উন্নত করা সম্ভব।

এ বিষয়ে মাননীয় মেয়র মো: নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভাকে দুর্যোগ মোকাবিলার কার্যকর মডেল হিসেবে তৈরি করতে ভুমি ব্যাবহার পরিকল্পনার প্রয়োজন রয়েছে।  গত ২৪ আগস্ট ২০২১ এই উদ্দেশ্যকে সামনে রেখে ‘ Earthquake Sensitive Land Use Plan’ তৈরির লক্ষ্যে এনআরপিঃডিডিএম পার্টের সহযোগিতায় Geo-Planning for Advanced Development (GPAD) এবং সুনামগঞ্জ পৌরসভার মধ্যে কাজের চুক্তি স্বাক্ষরিত হয়।  এসময়ে উপস্থিত ছিলেন পৌর সচিব জনাব মোঃ সামছুদ্দিন,  নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, ইউএনডিপি প্রতিনিধি মেহেদি মুদাচ্ছের সহ সকল কাউন্সিলর। পরামর্শক প্রতিষ্ঠান জিপ্যাড এর পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান, পরিকল্পনাবিদ আবু সাঈদ, প্রকৌশলী হাবিবুর রহমান প্রান্তসহ আর অনেকে।

জিপ্যাড এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান বলেন এই ভুমি ব্যাবহার পরিকল্পনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হবে। পরিকল্পনাবিদ, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সহ বিভিন্ন বিশেষজ্ঞদের সমন্নয়ে এই পরিকল্পনা করা হবে। আশা করা হচ্ছে এই পরকল্পনা প্রনয়নের মাধ্যমে এই পৌরসভাকে ডিজিটাল করা সম্ভব হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email