বিআইপি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত
নগর ডেস্কঃ
বিআইপি’র সম্মানিত সদস্যবৃন্দ, সদস্যদের পরিবার (বাবা/মা/স্ত্রী/স্বামী/সন্তান) এবং বিআইপি’র কর্মকর্তা/কর্মচারীদের জন্য সারাদেশে Popular Diagnostic Centre Ltd. (PDCL) এর ২৬টি শাখা থেকে ‘প্রিভিলেজ কার্ড’ প্রদর্শণ সাপেক্ষে হ্রাসকৃত মূল্যে সেবা ও টেস্ট ফ্যাসিলিটি প্রদানের লক্ষে অদ্য ১২ মার্চ ২০২২ (শনিবার), বিআইপি কার্যালয়ে Bangladesh Institute of Planners (BIP) এর সাথে Popular Diagnostic Centre Ltd. (PDCL) এর কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং বোর্ড সদস্য (প্রফেশনাল এফেয়ার্স) পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও Popular Diagnostic Centre Ltd. (PDCL) এর পক্ষ থেকে জনাব অচিন্ত্য কুমার নাগ, সহকারি মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানব সম্পদ, জনাব মীর খায়রুর আলম, ব্যবস্থাপক, মার্কেটিং এবং জনাব মোঃ নাসিরুজ্জামান, মার্কেটিং এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।