বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর ১৫তম কার্যনির্বাহি পরিষদ (২০২২-২০২৩) নির্বাচন ২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

গতকাল ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর কার্যালয়ে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর ১৫তম কার্যনির্বাহি পরিষদ (২০২২-২০২৩) নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

 

নির্বাচনে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। ভাইস প্রেসিডেন্ট ১ এবং ভাইস প্রেসিডেন্ট ২ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম এবং পরিকল্পনাবিদ মোঃ শফিক-উর রহমান। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির; ট্রেজারার পদে পরিকল্পনাবিদ মুঃ মোসলেহ উদ্দীন হাসান; বোর্ড মেম্বার (প্রফেশনাল এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান; বোর্ড মেম্বার (একাডেমিক এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম; বোর্ড মেম্বার (রিসার্চ এন্ড পাবলিকেশন) পদে পরিকল্পনাবিদ রেজাউর রহমান; বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো) পদে পরিকল্পনাবিদ মুহাম্মদ হামিদুল হাসান নবীন এবং বোর্ড মেম্বার (মেম্বারশীপ এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন নির্বাচিত হয়েছেন ।

প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনাবিদ মোঃ মনিরুল আলম মিঠু নির্বাচন অনুষ্ঠানে পরিকল্পনাবিদদের সর্বাত্নকভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বি.আই.পি.-র উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবি এ কে এম আবুল কালাম এবং বর্তমান প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মোঃ আকতার মাহমুদ নব নির্বাচিত ১৫তম কার্যনির্বাহি পরিষদ দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নব নির্বাচিত প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা পেশার সম্প্রসারণ এবং সকল পরিকল্পনায় পরিকল্পনাবিদদের মতামত নীতিনির্ধারণ পর্যায়ে পৌছে দেবার জন্য বি.আই.পি. সামনের দিনগুলোতে কাজ করে যাবে।

বি.আই.পি.-র নব নির্বাচিত সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, দেশ নিনির্মাণে বি.আই.পি.-র দায়বদ্ধতা অনেক, পরিকল্পনাবিদদের নিয়ে দেশের নগর ও গ্রামীণ এলাকা সমূহের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বি.আই.পি. অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email