ডিএনসিসি ডিজিটাল গরুর হাটের উদ্বোধন

নগর দর্পন ডেস্ক/ঢাকা, ১১ জুলাইঃ

করোনা সংক্রমনের কারনে অনলাইন কেনাকাটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এতে ক্রেতা বাসায় বসে যে কোন সামগ্রী ক্রয় করতে পারে। এর সাথে আজকে থেকে যুক্ত হলো অনলাইনে কোরবানির পশু কেনা কাটার সুযোগ। এর ফলে আর ক্রেতাকে বর্ষার কাঁদা মাটিতে যেতে হবে না কিংবা প্রচন্ড ভীড়ে মধ্যে রোদে পুরে কেনাকাটা করতে হবে না। ঘরে বাসেই ইন্টারনেট ব্যবহার করে এবারের কোরবানির পশু ক্রয় করতে পারবে। পছন্দের পশু ক্রয় ও অনলাইন পেমেন্ট করে ক্রেতা ঘরে বসেই কোরবানির পশু পেয়ে যেতে পারেন।

অনলাইনে কোরবানি পশু কেনার লক্ষ্যে ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ এর উদ্বোধন করা হয়। হাটের লিংক www.digitalhaat.net । আজ শনিবার দুপুর অনুষ্ঠিত এক অনলাইন সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ হাটের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ডিজিটাল গরুর হাট থেকে কেবল গরু কেনাই নয়, স্বাস্থ্যসম্মতভাবে জবাই করে বাসায় পৌছে দেওয়া হবে। এটি বিশাল একটি ‘কালেক্টিভ এফার্টের’ ব্যাপার। আমরা এটি পরীক্ষামূলকভাবে শুরু করলাম। এতে অনেক চ্যালেঞ্জ আছে। অনেক ভুলত্রুটি হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাই। আমাদের আল্টিমেট গোল হচ্ছে, যত্রতত্র গরু বেচাকেনা এবং কোরবানি না দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা। এর ফলে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কেনাবেচা করা যাবে। এছাড়া আধুনিক উপায়ে পশু কোরবানিও দেয়া যাবে। কোরবানিকৃত পশুর রক্ত, বর্জ্য ব্যবস্থাপনা আরো সুষ্ঠুভাবে করা যাবে। অনলাইনের মাধ্যমে পশু কেনাবেচা ও কোরবানি দেওয়া হলে পশুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো রপ্তানি করার জন্য সংরক্ষণ করা যাবে। চামড়া সংরক্ষণ করা আগের চেয়ে সহজ হবে। মেয়র বলেন, এটি একটি কম্পোজিট প্রক্রিয়া।

মেয়র বলেন, যারা অনলাইন থেকে গরু কিনবেন তাদের হাসিল দিতে হবে না। তিনি বলেন, অনলাইন কোরবানির হাট থেকে কোরবানি দিন ৪০০ গরু, পরের দিন ১ হাজার গরু এবং তার পরের দিন ৬০০ গরু বিক্রয় করা হবে।

আতিকুল ইসলাম বয়স্ক, শিশু ও অসুস্থদের কোরবানি হাটে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান। যারা কোরবানি হাটে যাবেন তাদেরকে তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, ডিজিটাল গরুর হাটের মাধ্যমে কোরবানি পশু ক্রয়ে এক নতুন মাত্রা যোগ হলো। ভবিষ্যতে করোনার প্রাদূর্ভাব কমে গেলেও আমরা কোরবানি পশু ক্রয়ে এ ধরণের অনলাইন প্লাটফর্মের উপর নির্ভর করতে পারবো।

ইক্যাবের সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় অনলাইন সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।

উল্লেখ্য এধরনের আরও কয়েকটি অনলাইন কোরবানি পশুর হাট ইতোমধ্যে চালু আছে। এক একটি প্রতিষ্ঠানের রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের সুযোগ সুবিধা।

দেশী গরুর হাট https://www.deshigorubd.com/

কোরবানি বেঙ্গলমিট https://qurbani.bengalmeat.com/

প্রিয়ো শপ  https://www.priyoshop.com/

আজকের ডীল https://classified.ajkerdeal.com/

দারাজ https://www.daraz.com.bd/

বিক্রয়ডটকম https://bikroy.com/



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email