শপথ নিলেন রংপুর বিভাগের ১৭ পৌরসভার মেয়র-কাউন্সিলররা

নগর দর্পণ ডেস্কঃ

সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের ১৭টি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে রংপুর টাউন হলে রংপুরের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত তাদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, মিনু শীল এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মজিদ।

১৭টি পৌরসভার ১৭ জন মেয়র ও ১৫৬ জন পুরুষ কাউন্সিলর এবং ৫২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেন। তারা হলেন, কুড়িগ্রাম সদর পৌরসভা, নাগেশ্বরী পৌরসভা, গাইবান্ধা জেলার সদর গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভা, ঠাকুরগাও জেলার পীরগঞ্জ ও রানী সংকৈল, দিনাজপুর জেলার দিনাজপুর সদর, ফুলবাড়ি, বীরগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর পৌরসভা, নীলফামারীর জলঢাকা পৌরসভা, পঞ্চগড় জেলার সদর পৌরসভা, রংপুরের বদরগঞ্জ পৌরসভা এবং লালমনিরহাট জেলার সদর ও পাটগ্রাম পৌরসভা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email