মেরাদিয়া হাট হতে পারে করোনা ছড়ানোর হট স্পট
নগর দর্পণ ডেস্ক রিপোর্টঃ
মেরাদিয়া হাট বনশ্রী, মেরাদিয়া এলাকার বিখ্যাত ও শতবর্ষী একটি হাট। হাটের যখন সুত্রপাত হয় তখন এই এলাকায় কোন ভবন ছিল না, ছিল একটি বট গাছ, সেই বটগাছকে কেন্দ্র করেই বসতো আজকের এই হাট। কিন্তু নগরের ক্রমবর্ধমান চাপে, সেই এলাকা আজ নগরায়নের ইট কাঠ পাথরের ভবনে পরিপূর্ণ। নেই কোথাও একচিলতে ফাঁকা মাঠ কিংবা সেই বটগাছ।
ছবিঃ মেরাদিয়া হাটের ক্রেতা বিক্রেতা, অধিকাংশ ক্রেতা বিক্রেতার করোনা সংক্রান্ত কোন সচেতনা কার্যক্রম নেই
বনশ্রীতে বসবাসকারী নগর পরিকল্পনাবিদ মোঃ রায়হানুল ইসলাম বলেন, মেরাদিয়া হাট ঐতিহ্যবাহাী হাট তাতে কোন সন্দেহ নেই। কিন্তু যেভাবে ভবন নির্মাণের জন্য খালি জায়গাগুলো শেষ হয়ে গেছে তাতে নগর পরিকল্পনার প্রেক্ষাপটে এই ধরনের একটি হাট একটি আবাসিক এলাকায় থাকার সুযোগ নেই। তবে আফতাব নগর এলাকা যেহেতু এখনও অনেকটাই খালি ও পূর্বদিকেরে এলাকা ডেভেলপমেন্ট হতে কয়েক বছর লেগে যেতে পারে সেক্ষেত্রে মেরাদিয়া হাটটি সেখানেও চালু থাকতে পারে।
এখন আবেগের সেই হাট যদিও বসে কিন্তু সাথে নিয়ে আসে অনেক জাটিলতা। করোনার সময়ের প্রতি বুধবার হাটে লক্ষাধিক লোক এর সমাগম হয় সেই সাথে আবাসিক এলকার বসবাসকারী তো আছেই। স্বাভিবকভাবে হাটের দিনে আবাসিক এলাকায় যানবাহন চলাচলের একটি বড় সমস্যা হয়ে দাড়ায়। বনশ্রী নিবাসী মোঃ আরিফ মাহমুদ বলেন হাটের দিনে সবচেয়ে ভয়ংকর বিষয় আবাসিক এলাকা থেকে কোন এম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এর গাড়ির প্রবেশ করতে কম পক্ষে এক ঘন্টা সময় লাগে। এই সময়ে একজন মূমুর্ষ রোগী মারাও যেতে পারে, আবার কোথায় আগুন লাগলে একঘন্টায় সব পুরে ছাই হয়ে যেতে পারে। এখান থেকে মেরাদিয়া হাট স্থানান্তর করা সময়ের দাবি।
অপরদিকে বর্তমানে করোনা মহামারীর জন্য ইতোমধ্যে আমাদের অর্থনীতির উপর ব্যপক প্রভাব পড়েছে। বর্তমানে সংক্রমন মহামারী আকারে ছড়িয়ে পরছে। গত ৫ তারিখের আইইডিসিআর এর তথ্য অনুযায় বনশ্রী এলাকায় আক্রান্ত লোকের সংখ্যা ১৬২ জন, মেরাদিয়াতে ১৩ জন, পার্শ্ববর্তী গোরানে ৭৫ জন। মেরাদিয়া হাটের অধিকাংশ ক্রেতা এই তিনটি এলাকা থেকে আসে। সেজন্য মেরাদিয়া হাটের মাধ্যমে এই করোনা সংক্রমন বিস্তারের সম্ভাবনা প্রবল। আজ সরোজমিনে দেখা গেছে পুলিশ লাঠি নিয়ে দোকান না বসানোর জন্য ধাওয়া করলেও বিক্রাদের চাপে সেটি সফল হয়নি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বনশ্রী বাসিন্দা বলেন পুলিশের এধরনের কর্মকান্ড লোক দেখানো। পুলিশের সদিচ্ছা থাকলে ও উপর মহলের নিষেধাজ্ঞা থাকলে হাট চালু থাকার কোন কারন নেই।
ছবিঃ হাটের ক্রেতা বিক্রেতা
৮ জুলাই ২০২০ তারিখে ছবি তুলেছেন আহাদ আলী শরীফ