উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বিএসজিআই (BSGI) নির্বাচনঃ নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. এ. এস. এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন
নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ২৬শে জানুয়ারী রোজ রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে Bangladesh Society of Geo-Informatics (BSGI) এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০।
সভাপতি পদে সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স ফ্যাকাল্টির ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. এস. এম. মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক পদেও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ফজলে রেজা সুমন।
একুশ সদস্যের কার্যনির্বাহী পরিষদে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদ হাসান ভাইস প্রেসিডেন্ট ১, ইএসআরআই এর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাদী ভাইস প্রেসিডেন্ট ২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুর রহমান যুগ্ন সম্পাদক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট এর ড. গোলাম মাহবুব ট্রেজারার বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মেজর মোঃ জাকির হোসেন অরগানাইজিং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন । এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে ভূতত্ত্ব ও জরিপ অধিদপ্তরের ড. সুলতানা নাসরীন নূরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড. মোছাঃ ফরিদা পারভীন, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের দিলরুবা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. জিল্লুর রহমান, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মোশাররফ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মোহাম্মদ মুরাদ বিল্লাহ, জিআইএস প্রফেশনাল মোঃ রেজাউর রহমান, মোঃ আমরান হোসেন, আব্দুলাহ আল বাকী, মোঃ মাহবুবুর রহমান, হাছান তৌফিক ইমাম, এএফএম তারিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও এস এস বিদ্যাবরণ সরকার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বিএসজিআই বাংলাদেশের ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা (জিআইএস) ও রিমোট সেনসিং নিয়ে কাজ করছেন এধরনের প্রফেশনালদের একটি জাতীয় সংগঠন, যারা দেশের ডিজিট্যাল ম্যাপিং এবং জিওস্পেশিয়্যাল টেকনোলজী নিয়ে কাজ করছেন।