ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজ ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৮৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালিটির স্বাধীনতা উত্তরকালে ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা’ হিসেবে নামকরণ করা হয়। গতকাল দুপুরে জেলা শহরের ট্যাঙ্কেরপাড়ের পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে পৌর মেয়র নায়ার কবীর প্রথম শ্রেণির এ পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ১৬৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নায়ার কবীর জানান, প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা। সমাপনী স্থিতি থাকবে তিন কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। পৌর মেয়র প্রস্তাবিত বাজেট সফলে পৌরবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এবং বাজেট সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও প্রকল্প বাস্তবায়নের সুপারিশ রেখে সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email