বাঘাইছড়ি পৌরসভার দায়িত্ব নিলেন নতুন মেয়র জমির হোসেন

নিউজ ডেস্কঃ

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার তৃতীয় পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান রবিবার (৩১ জুলাই) পৌর কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কালীন দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক রুমানা আক্তার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী সভাপতিত্ব করেন এবং পৌরসভার তৃতীয় পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত পৌর মেয়র জমির হোসেনসহ সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণ।

এ সময় প্রধান অতিথি ছিলেন, কাচালং সরকারী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন মামূন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান. উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দানবীর চাকমা, পৌরসভার প্রাত্তন মেয়র নিজাম উদ্দিন বাবু ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন, পৌরসভার সাবেক প্রথম প্রশাসক নিজাম উদ্দিন বাবু।

এছাড়াও বক্তব‍্য রেখেছেন, কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, বিশেষ অতিথিগণ, প্রধান অতিথি এবং নব-নির্বাচিত ও দায়িত্ব প্রাপ্ত মেয়র জমির হোসেনসহ ভার্চ‍্যুয়ালী অংশগ্রহণকারী সভাপতি রুমানা আক্তার।

নব-নির্বাচিত মেয়র জমির হোসেন বলেন, আমি ২ কোটি টাকা বকেয়া মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব মাথায় নিচ্ছি, আপনাদের সকলের সহযোগীতায় এই বকেয়া পরিশোধ করে একটি আধুনিক পৌরসভা উপহার দেয়ার চেষ্টা করবো।

সভা শুরুর প্রাক্কালে নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলরগণ, বিশেষ অতিথিগণ ও প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পৌর সভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ। পরে দায়িত্ব গ্রহণ শেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভাসছেন নতুন নগর পিতা মোঃ জমির হোসেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email