পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি সাইফুল সম্পাদক জাহিদ

নিউজ ডেস্কঃ

ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম মধুকে সভাপতি এবং নাটোর পৌরসভার কাউন্সিলর মো. জাহিদুর রহমান জাহিদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। তাছাড়া মাধবদী পৌরসভার কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে নিবার্হী সভাপতি এবং বাজিতপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম রিপন সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শুন্য পদ পূরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর আগে সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যরা ছাড়াও দেশের বিভিন্ন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email