পরিকল্পিত নগরী গড়তে নওহাটা পৌরসভার মহাপরিকল্পনা

নগর দর্পণ নিউজ ডেস্ক:

পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে রাজশাহীর নওহাটা পৌরসভা গ্রহণ করেছে একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। অপরিকল্পিত উন্নয়নের ধারা থামিয়ে নাগরিক জীবনের প্রতিটি খাতকে অন্তর্ভুক্ত করে টেকসই ও বাসযোগ্য শহর গড়ার উদ্দেশ্যে এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

মঙ্গলবার দিনব্যাপী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় নাগরিক মতামত গ্রহণের মাধ্যমে পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ইমামসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নওহাটা পৌরসভার (ভারপ্রাপ্ত) প্রশাসক জাহিদ হাসান। তিনি বলেন, “অপরিকল্পিত শহর একসময় নাগরিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। যানজট, জলাবদ্ধতা, নাগরিক সেবার ঘাটতি—সবই আসে পরিকল্পনার অভাব থেকে। নওহাটাকে এসব সমস্যা থেকে মুক্ত রাখতে এই মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী। মহাপরিকল্পনার কাঠামো ও কারিগরি দিক তুলে ধরেন সিনিয়র নগর পরিকল্পনাবিদ মনজুরুল হাসান সাগর ও নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়। তারা জানান, আগামী ২০ বছরের উন্নয়নকে সামনে রেখে প্রণীত এই মাস্টার প্ল্যানে ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবাসিক ও শিল্প এলাকা, খেলার মাঠ, পার্ক, বর্জ্য ব্যবস্থাপনার স্থানসহ সবকিছুর স্পষ্ট রূপরেখা থাকছে পরিকল্পনায়।

উন্মুক্ত আলোচনায় নাগরিকরা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান। বাজার এলাকার এক ব্যবসায়ী যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও পার্কিং সুবিধার প্রস্তাব দেন। নারী প্রতিনিধি শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ ও নারীদের হাঁটার উন্মুক্ত স্থান তৈরির দাবি জানান। পরিকল্পনাবিদরা এসব মতামত গুরুত্বসহকারে নথিভুক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবিএম জহিরুল ইসলাম মাফি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খান। তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন এবং মহাপরিকল্পনায় স্বচ্ছতা ও জনঅংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী কর্মশালাটি নওহাটা পৌরসভার টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে—তারা তাদের শহরকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে দেখতে আগ্রহী। এই মহাপরিকল্পনাই হবে নওহাটার আগামী দিনের উন্নয়নের ভিত্তি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email