সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪ তারিখে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় উন্নত নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (IUGIP) এর আওতায় একটি উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর অধীনে পরিচালিত এই কর্মশালায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (TLCC) সদস্য এবং বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি ডেটএক্স (datEx), ডেভকন (DevCon) এবং জিও-প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (GPAD) এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায়, জিপ্যাড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র আরবান প্ল্যানার মাস্টার প্ল্যান প্রণয়নের কাজের পদ্ধতি নিয়ে একটি বিশদ উপস্থাপনা দেন। এই পদ্ধতির লক্ষ্য সুন্দরগঞ্জ পৌরসভার জন্য একটি সর্বাঙ্গীন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল প্রণয়ন করা।
কর্মশালায় পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন ঘটায়।
এই কর্মশালা সুন্দরগঞ্জের নগর শাসন ও অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে স্থানীয় স্টেকহোল্ডার এবং বিশেষজ্ঞ পরিকল্পনাবিদদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।