পরিকল্পনা বাস্তবায়নে দেশে এখনো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি

নগর দর্পণ ডেস্কঃ
আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে এখনো সুষ্ঠু প্রতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি বাংলাদেশে। এজন্য বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে; যার ফলে দেশের শহর এলাকাসহ সব এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
শনিবার রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে “পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়ন হলো এখনো তার চূড়ান্ত অনুমোদন মেলেনি। একই সঙ্গে ওই  আইনে নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলোর সমাধান করে স্বতন্ত্র পরিকল্পনা মন্ত্রণালয় করে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া এভাবে চলতে থাকলে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য পরিকল্পিত দেশ গড়ে তুলতে হলে সরকারকে পরিকল্পনামাফিক কার্যক্রম পরিচালনার পথ বেছে নিতে হবে।
বিআইপির সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন, বিআইপি’র সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, বিআইপি’র সাবেক সভাপতি অধ্যাপক ড. একেএম আবদুল কালাম, অস্ট্রেলিয়ার সিডনিতে কর্মরত পরিকল্পনাবিদ মশিউর রহমান, অস্ট্রেলিয়ার মেলবোর্নে কর্মরত পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ এজাজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, আমাদের দেশে অনেক আইন আছে, বিধিমালা আছে কিন্তু সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নেই। এ কারণেই আমরা সুপরিকল্পিতভাবে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছিনা এবং শহরগুলোকে পরিবেশবান্ধব ভাবে গড়ে তুলতে পারছি না। অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শিক্ষা গ্রহণ করতে পারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email